ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সেমিতে উঠার লড়াইয়ে মুখোমুখি আবাহনী-ব্রাদার্স

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৬ মে ২০১৭ , ০৫:৪৪ পিএম


loading/img

ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আবাহনীর বিপক্ষে মাঠে নামছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল আবাহনী। আর ‘ডি’ গ্রুপের রানার্সআপ ব্রাদার্স।

শক্তি কিংবা পরিসংখ্যান, দু’দিক থেকেই এগিয়ে আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন ঢাকার ঐতিহ্যবাহী এ ক্লাব। বর্তমান চ্যাম্পিয়নও তারা।  গ্রুপ পর্বে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র, আর মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-০ গোলে জেতে দলটি।

বিজ্ঞাপন

অন্যদিকে, তিনবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স। গ্রুপ পর্বে বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ও রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে ক্লাবটি।

সবদিক থেকে এগিয়ে আবাহনী তাই ধারাবাহিকতা ধরে রেখে এ ম্যাচেও জিততে চায়।

তবে সব পরিসংখ্যান পেছনে ফেলে জিততে চায় ব্রাদার্স ইউনিয়ন। আকাশী-হলুদ জার্সিধারীদের বিপক্ষে জয় দিয়ে শেষ চার নিশ্চিত করতে চায় তারা।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |